দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট সাত হাজার ৯১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮০ দশমিক ২৮ শতাংশই পঞ্চাশোর্ধ্ব।
Advertisement
দেশে গত বছরের ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। সোমবার (১৮ জানুয়ারি) পর্যন্ত মোট মৃতদের মধ্যে পুরুষ ছয় হাজার চারজন (৭৫ দশমিক ৭৯ শতাংশ) ও নারী এক হাজার ৯১৮ জন (২৪ দশমিক শূন্য ২১ শতাংশ)।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, করোনায় মোট মৃতদের মধ্যে বয়সওয়ারী পরিসংখ্যানে ৮০ দশমিক ২৮ শতাংশের বয়স ৫০ বছরের বেশি। তাদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক চার হাজার ৩৬৬ জন অর্থাৎ ৫৫ দশমিক ১১ শতাংশের বয়স ৬০ বছরের বেশি এবং দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক এক হাজার ৯৯৪ জন অর্থাৎ ২৫ দশমিক ১৭ শতাংশের বয়স ৫১ থেকে ৬০ বছর।
এছাড়া চল্লিশোর্ধ্ব ৯১৪ জন (১১ দশমিক ৫৪ শতাংশ), ত্রিশোর্ধ্ব ৩৯১ জন (চার দশমিক ৯৪ শতাংশ), বিশোর্ধ্ব ১৬১ জন (দুই দশমিক ০৩ শতাংশ), দশোর্ধ্ব ৬০ জন (শূন্য দশমিক ৭৬ শতাংশ) এবং দশ বছরের কম বয়সী ৩৬ জন (শূন্য দশমিক ৪৫ শতাংশ)।
Advertisement
এমইউ/এমআরআর/এমকেএইচ