অবৈধ অস্ত্র ও জাল টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক আব্দুল মালেককে জেলগেটে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
Advertisement
সোমবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মালেককে কেরানীগঞ্জের জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের পরিচালক (গণমাধ্যম) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেন।
আব্দুল মালেকের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অনুসন্ধানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গেছে। মালেককে জিজ্ঞাসাবাদ করেন দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানী কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম।
গত বছরের ২০ সেপ্টেম্বর অবৈধ অস্ত্র দেখিয়ে ভয়ভীতি, চাঁদাবাজি, জাল নোটের ব্যবসাসহ বিভিন্ন অপরাধে তুরাগ থানার কামারপাড়ার বামনেরটেক এলাকার বাসা থেকে স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক আব্দুল মালেককে গ্রেফতার করে র্যাব-১ এর একটি দল। এ সময় তার কাছ থেকে এক লাখ ৫০ হাজার জাল টাকা ও একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।
Advertisement
এসএম/এমএসএইচ/এমকেএইচ