দেশজুড়ে

দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল গণি মন্ডলসহ (৬২) জামায়াত-শিবিরের  দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বেলা ২টায় অভিযান চালিয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আরেকজন হলেন উপজেলা জামায়াতের কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন হেলাল (৫৫)। বগুড়ার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) গাজীউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে নাশকতা, ভাঙচুর ও বিস্ফোরক মামলায় জড়িত থাকার অভিযোগে মোট ২৬টি মামলা রয়েছে। এরমধ্যে উপজেলা চেয়ারম্যান আব্দুল গণি মন্ডলের বিরুদ্ধে ১৫টি এবং উপজেলা জামায়াতের কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন হেলালের বিরুদ্ধে ১১টি মামলা বিচারাধীন রয়েছে।  এদিকে সোমবার ভোররাতে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের রিধইল গ্রামে অভিযান চালিয়ে শিবির নেতা আব্দুল আলিমকে (৩০) গ্রেফতার করে সংশ্লিষ্ট থানা পুলিশ। তিনি একই ইউনিয়নে শিবিরের সভাপতি ও দুটি নাশকতা মামলার আসামি। আলিম রিধইল গ্রামের সাবের আলীর ছেলে।এদিকে কাহালু উপজেলায় ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল জলিলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার মুরইল ইউনিয়ন জামায়াতের সভাপতি ও মাদ্রাসা শিক্ষক। কাহালু থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান জানান, জলিলের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। লিমন বাসার/ এমএএস/পিআর

Advertisement