দেশজুড়ে

সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ করোনায় আক্রান্ত

লিপসন আহমেদ,

Advertisement

করোনায় আক্রান্ত হয়েছেন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার। বর্তমানে তিনি নিজ বাসভবনে আইসোলেশনে রয়েছেন।

সোমবার (১৮ জানুয়ারি) খোঁজ নিয়ে জানা গেছে, রোববার (১৭ জানুয়ারি) সকালে সুনামগঞ্জ সদর হাসপাতালে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার করোনা পরীক্ষায় নমুনা দেন। এরপর বিকালে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। পরে জেলা ও দায়রা জজ আদালতের নায়েবে নাজির সিফাত শাহরিয়ার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জেলা ও দায়রা জজ ওয়াহিদুজজামান শিকদারের কোনো উপসর্গ নেই। এখন তিনি সুস্থ্য রয়েছেন। সামান্য জ্বর ছিল। সে জন্য রোববার সকালে করোনা পরীক্ষার নমুনা দেন। বিকালে তার করোনা পজেটিভের কথা জানানো হয়।

Advertisement

সিভিল সার্জন ডা. শামসউদ্দিন জাগো নিউজকে বলেন, জেলা ও দায়রা জজ-এর সামান্য জ্বর সর্দি রয়েছে। বলেছেন, হোম আইসোলেশনে থাকবেন তিনি।

তিনি আরও বলেন, অবস্থা খারাপ হলে যেন আইসিইউ সুবিধা পাওয়া যায়, সেজন্য পরামর্শ দেয়া হয়েছে ঢাকার কাছাকাছি থাকার জন্য। আমাদের আইসিইউ ব্যবস্থা নেই। সে কারণে এ পরামর্শ দেয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নিয়মিত খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানান তিনি। লিপসন আহমেদ/এএইচ/জিকেএস