সিরিয়ার নিজস্ব রাজনৈতিক নেতৃত্ব ও স্থিতিশীলতা তৈরিতে সমঝোতায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাতিসংঘের মধ্যস্থতায় রোববার তুরস্কে জি-২০ সম্মেলনের ফাঁকে একটি বৈঠকে অংশ নিয়ে তারা এ সমঝোতায় পৌঁছান। খবর দ্য গার্ডিয়ান।হোয়াইট হাউজের এক কর্মকর্তা বলেন, ওবামা এবং পুতিন সিরিয়ায় সরকার বিরোধী ও ক্ষমতাসীনদের সঙ্গে আলোচনায় মধ্যস্থতা করতে সম্মত হয়েছে। জি-২০ সম্মেলনে অংশ নেয়া নেতাদের নৈশভোজের পর এক বৈঠকে এ সিদ্ধান্ত নেন তারা। এ সময় জি-২০ নেতারা সহিংস চরমপন্থা মোকাবেলার কৌশলের ওপর গুরুত্বারোপ করেন।এর আগে সম্মেলনের শুরুতে বক্তব্যে ওবামা বলেন, ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের নির্মূল করতে সর্বোচ্চ চেষ্টা চালাবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সিরিয়ায় শান্তিপূর্ণ স্থিতিশীলতা আনতে তার দেশ কাজ করবে বলে জানান তিনি। সম্মেলনের আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে একটি বৈঠক করেন ওবামা। মঙ্গলবার ম্যানিলায় ওবামার সঙ্গে টার্নবুলের বৈঠক হওয়ার কথা রয়েছে।এসআইএস/পিআর
Advertisement