ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন।
Advertisement
শনিবার (১৬ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম লাল মোহাম্মদ। তিনি উপজেলার আমজানখোর ইউনিয়নের মোমিনটলা গ্রামের ঝুকু মোহাম্মদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই ৩৮২ পিলার সীমান্তরেখা এলাকায় ৭-৮ জন গরু চোরাকারবারি অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এসময় বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে লাল মোহাম্মদ গুলিবিদ্ধ হন।
Advertisement
পরে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন।
এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল শহীদুল ইসলাম বলেন, ‘এ ঘটনার পরিপ্রেক্ষিতে কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক আহ্বান করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হবে।’
তানভীর হাসান তানু/এসআর/জিকেএস
Advertisement