দেশজুড়ে

কুষ্টিয়ায় জাল ভোট দিতে গিয়ে দুই কিশোর আটক

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা নির্বাচনে জাল ভোট দিতে এসে আটক হয়েছে দুই কিশোর। জাল স্মার্টকার্ডের মাধ্যমে ভোট দিতে গিয়ে তারা আটক হয়।

Advertisement

আটকরা হলো- তেবাড়ীয়া গ্রামের দুলালের ছেলে মামুন (১৪) ও লিটনের ছেলে সজল (১৬)।

ওই পৌরসভার তেবাড়ীয়া জয়বাংলা প্রাথমিক বিদ্যালয়ের পৌরসভার ৮ নম্বর কেন্দ্রের ৬ নম্বর বুথ থেকে তাদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ভোটকেন্দ্র সূত্র জানায়, মামুন ও সজল জাল ভোট দেয়ার উদেশ্যে আগে থেকেই জাল স্মার্টকার্ড তৈরি করে রেখেছিল। ওই কার্ড নিয়ে তারা শনিবার ভোট ভোট দিতে যায়। বুথের নির্বাচনী কর্মকর্তারা তাদের জালিয়াতি ধরে ফেলেন।

Advertisement

৬ নম্বর বুথের দায়িত্বে থাকা সহকারী প্রিজাইডিং অফিসার খাইরুল ইসলাম জানান, তারা ভোট দিতে এসে স্মার্টকার্ড দেখালে সেটা জাল বলে প্রতীয়মান হওয়ায় তাদরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএ মুহাইমিন আল জিহান জানান, তারা জাল ভোট দিতে এসে আটক হয়েছে। ভোটগ্রহণ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আল-মামুন সাগর/এসআর/জিকেএস