রাজনীতি

বিনামূল্যে ভ্যাকসিন বিতরণের দাবি গণতান্ত্রিক বাম ঐক্যের

করোনাভাইরাসের ভ্যাকসিন দেশের সব নাগরিকের জন্য বিনামূল্যে বিতরণের দাবি জানিয়েছেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক কমরেড শামসুল আলম।

Advertisement

শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে তিনি এ দাবি জানান।

গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক কমরেড শামসুল আলম বলেন, বাংলাদেশ সরকার জনগণের করের টাকায় করোনা ভ্যাকসিন আমদানি করছে। আর দেশের মানুষকে বেসরকারি ওষুধ কোম্পানি বেক্সিমকো ফার্মার কাছ থেকে ভ্যাকসিন ক্রয় করতে হচ্ছে। এতে করে দেশের জনসাধারণের দেয়া হাজার হাজার কোটি টাকা লোকসান হবে এবং দেশ পথে বসবে।

তিনি আরও বলেন, ভারত থেকে বেক্সিমকো ফার্মা প্রতি ডোজ ভ্যাকসিন কিনছে ৯০৮ টাকা করে আর বাংলাদেশ সরকারের কাছে বিক্রি করছে এক হাজার ১২৫ টাকা। সরকারের সঙ্গে ঘনিষ্ঠজনদের এই কোম্পানি বিশাল আকারের এই দালালি করতে যাচ্ছে।

Advertisement

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের আপামর জনসাধারণের প্রাণের দাবি, করোনা ভ্যাকসিন নিয়ে বাণিজ্য বন্ধ করতে হবে। বাংলাদেশের সব নাগরিককে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দিতে হবে। সরকারের উচিত জনগণের স্বার্থে করোনা ভ্যাকসিন বেক্সিমকোর মাধ্যমে আমদানি না করে জি-টু-জি পদ্ধতিতে সরাসরি আমদানি করে জনগণের করের টাকা রক্ষা করা।

সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড শামসুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, পিডিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সিরাজুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

এওয়াইএইচ/এআরএ/এমএস

Advertisement