ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরিটা মিস করলেও ২৯০ রানের মহাকাব্যিক এক ইনিংস খেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরির কীর্তির সাথে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে বিদেশি ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ স্কোরের নতুন রেকর্ড গড়লেন টেইলর। আর এর সাথে টিপ ফস্টারের ১১২ বছরের রেকর্ড ভেঙ্গে রেকর্ড বইয়ে নিজের নাম লেখালেন কিউই এই ব্যাটসম্যান। ইনিংসের ১৫২তম ওভারে অস্ট্রেলিয়ার স্পিরান নাথান লায়নের প্রথম বলে সিঙ্গেল নিয়ে ফস্টারকে ছুঁয়ে ফেলেন টেলর। চতুর্থ বলে আরেকটি সিঙ্গেল গড়েন নতুন রেকর্ড। এরপর ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরির দিকেই এগিয়ে যাচ্ছিলেন টেলর। কিন্তু ওই লায়নেরই পরের ওভারে থামে তার ২৯০ রানের রেকর্ড ইনিংসটি। টেলরের ২৯০ রানের ইনিংসটি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে কোনো ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরের রেকর্ডও। সর্বোচ্চ লেন হাটনের ৩৬৪ রান, ১৯৩৮ সালে ওভাল টেস্টে ইনিংসটি খেলেছিলেন এই ইংলিশ ব্যাটসম্যান।এমআর/এমএস
Advertisement