প্যারিসে গুলিবর্ষণ ও বোমা হামলার জন্য যে ব্যক্তিটিকে ঘিরে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছিল তাকে সীমান্তে জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেয়া হয়েছে বলে অভিযোগ ওঠেছে। বেলজিয়াম সীমান্তে জিজ্ঞাসাবাদ ও কাগজপত্র পরীক্ষা করার পর ২৬ বছর বয়সী সালাহ আবদেস সালামকে ছেড়ে দিয়েছে পুলিশ। খবর-বিবিসি`র।যে তিনভাইকে ওই হামলার জন্য সরাসরি যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে তাদের মধ্যে একজন আবদেস সালাম। তাকে ধরতে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটি। এছাড়া সন্দেহভাজন একজন বাতাক্লান কনসার্ট হলে প্রাণ হারিয়েছেন এবং আরেকজন বেলজিয়ামে আটক হয়েছেন।ফ্রান্সে নিহত ১২৯ জনের স্মরণে নটরডেম ক্যাথেড্রালে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। নিহতদের মধ্যে এখনও ৩০ জনের মৃতদেহ শনাক্ত করা বাকি রয়েছে। অনেক পরিবার এখনও তাদের নিখোঁজ স্বজনদের খুঁজছেন।এদিকে সিরিয়ার রাকা শহরে ইসলামিক স্টেট জঙ্গিদের একটি শক্ত ঘাঁটিতে হামলা চালিয়েছে ফ্রান্সের যুদ্ধবিমান। প্যারিসে ভয়াবহ সিরিজ হামলার দু`দিন পরেই এই হামলা চালানো হলো। এর মধ্যে আইএস যোদ্ধাদের একটি ট্রেনিং ক্যাম্পও রয়েছে।আরএস/এমএস
Advertisement