করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ছয়জন ও নারী আটজন। মৃতদের মধ্যে ১৩ জনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একজনের বাড়িতে মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৮৩৩ জনে।
Advertisement
দেশের আটটি বিভাগের মধ্যে গত ২৪ ঘন্টায় ঢাকায় ১০ জন, চট্টগ্রামে দুইজন, খুলনায় একজন এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়। অবশিষ্ট চারটি বিভাগ- রাজশাহী, রংপুর, সিলেট এবং ময়মনসিংহ বিভাগে কোনো রোগী মারা যায়নি।
দেশে মোট মৃত সাত হাজার ৮৩৩ জনের মধ্যে বিভাগীয় পরিসংখ্যান অনুসারে ঢাকা বিভাগে সর্বোচ্চসংখ্যক চার হাজার ৩৩৬ জন (৫৫ দশমিক ৩৬ শতাংশ), চট্টগ্রাম বিভাগে এক হাজার ৪৩৬ জন (১৮ দশমিক ৩৩ শতাংশ), রাজশাহী বিভাগে ৪৪৯ (৫ দশমিক ৭৩ শতাংশ), খুলনা বিভাগে ৫৪১ জন (৫ দশমিক ৯১ শতাংশ), বরিশাল বিভাগে ২৩৯ জন (৩ দশমিক ০৫ শতাংশ), সিলেট বিভাগে ২৯৯ জন (৩ দশমিক ৮২ শতাংশ), রংপুর বিভাগে ৩৫০ জন (৪ দশমিক ৪৭ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ১৮৩ জন (২ দশমিক ৩৪ শতাংশ) মারা যান।
দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। বুধবার (১৩ জানুয়ারি) ১৩ জানুয়ারি পর্যন্ত মোট সাত হাজার ৮৩৩ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে পুরুষ পাঁচ হাজার ৯৪৩ জন (৭৫ দশমিক শূন্য ৮৭ শতাংশ) ও নারী এক হাজার ৮৯০ জন (২৪ দশমিক শূন্য ১৩ শতাংশ)।
Advertisement
এমইউ/এএএইচ/জিকেএস