সাহিত্য

সাবেরা তাবাসসুমের কবিতা

এক.

Advertisement

শীতের উত্তর

তোমার বাড়ি নিমন্ত্রণ যখন সকলেরতখনও মুখে বলে উঠতে পারি নাইআমিও আসি?মনে মনে জিজ্ঞেস করি তোমারেমনে মনেই যাইসম্মতির তোয়াক্কা নাইসে-ও মনে মনেশাক-বড়া আর তিন পদ ভাজা খেয়েনীল নীল চায়ের সাথে ধোঁয়া টেনেমনে মনে হাঁটিদূরে দুধের সর পড়া শীতধীরে ধীরে নামে, তারাও নামায়গায়ের চাদর আঁটোসাঁটোউত্তেজক বুকও ঢেকে রাখিহাতের পাতা দুটো বগলে চেপেগরম হতে হতে বলিউত্তরের দুনিয়ায় স্বাগতমলক্ষ্মীটারীর দেশেঅসম্ভব প্রেমের দেশে স্বাগতমহেঁটে হেঁটে কিছুপথ এসেআবার মনে মনেতোমার বাড়ির পথ ধরিদূরে নামা শীতের সাথে গলাগলিদূরে নামা প্রেম ও তুমিপিছমোড়া হাত বেঁধে হাঁটোনিজেরে বলি, স্বাগতম, স্বাগতমফিরতে ফিরতে পা ফসকায়মনে মনে আমার কমে আসে দম।

দুই.শীতের উত্তর-২

Advertisement

এক তোমার পীড়ায় অভ্যস্ত হয়ে আছিঠেলে গুঁতিয়ে অন্য কোথাওআমাকে সরিয়ে দিও নাপৃথিবী চক্কর মারেসময় তার বৃত্ত সাজায়আমি তার ধুরন্ধর মানে খুঁজতে থাকিপরস্পর জানাজানি গোল্লায় যায়আমাকে বুঝতে দেয়ার ভুলউপুড় হয়ে পড়ে থাকেজাঁকিয়ে বসে গায়ের চাদর,গালগপ্পো আর কুৎসা রটনাশীত এলেই জমাট চর্বিদড়ি পাকানো ভাতঠাণ্ডা মেরে যাওয়া সম্পর্কশীত এলে আমার দুনিয়ায় আলো মরেশীত এলে তুমি আরো উজ্জ্বলটাটকা সবজি, শোল মাছপৃথিবী চক্কর মারে, চক্করসময় তার বৃত্ত সাজায় থরে থরেঅপেক্ষা- অপেক্ষায় থাকেগালগপ্পে মজে কখনকখন বরফ গলে পানি পানিবরফ গলে নতুন কোনো ভাষার উদ্ভাবন।

তিন.নৈর্ব্যক্তিকআমার ঘুমগুলো তোমার বিছানায়ঘুমিয়ে নিচ্ছে কেআমার রাতজাগা গান কার শার্শিতেআটকে থাকে দিনভরকেউ তো একজন আছে যেকথার নড়চড় করে নিশ্চয়ইএমনই হবে ভেবে নিলেসকল দায়মুক্তি ঘটে যেতে পারেআমাদের নিঃশ্বাস পরস্পরের প্রতিহতে পারে মুক্ত, উদারএকা কোনো ঘরে ফিরতে হবে ভেবেএকা একা মরে তিনদিন পড়ে থাকতে হবে ভেবেএখনই যে শঙ্কা বাঘের মত তাড়ায় আমাকেতাকে একটা আঙুল হেলিয়েই চুপসে দেয়া যায়সঙ্গমের পর তোমার শিশ্নেরনেতিয়ে পড়ার মতই সে চুপ মেরে যাবেআমি তাকে বলতে পারিকোনো অনুশোচনা রাখতে নেইআমি তো রাখি নি কোনোদিনজেনে গেছি, এ জীবন আমার আরআমি এ জীবনের অধীনকিছুই মুক্ত নয়, ওই আকাশ, এই পাখিশুধু আমার আত্মার নীলচে লাল ডিমতা দিয়ে যেতে পারি তাকেফুটে উঠতে বলতে পারি তাকেশুনে যাও নৈঃসঙ্গ্য অসীম,কিছু পারি বা না পারিদিনশেষে আমি আমার একলা মৃত্যুর ভার বয়ে নিতে পারি, ঠিক।

এইচআর/এমকেএইচ

Advertisement