জাতীয়

দুদকের আট পরিচালকসহ ৮৬ কর্মকর্তাকে বদলি

দুর্নীতি দমন কমিশনে (দুদক)  আট পরিচালকসহ মোট ৮৬ কর্মকর্তাকে প্রধান কার্যালয়সহ দেশের বিভিন্ন দুদক অফিসে বদলি করা হয়েছে। রোববার দুদকের ভারপ্রাপ্ত সচিব আবু মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এ বিষয়ে এক অফিস আদেশ জারি করা হয়।রদবদল হওয়া ৮৬ পদের মধ্যে আটজন পরিচালক, ১৬ জন উপ-পরিচালক, ৪৫ জন সহকারী পরিচালক ও ১৭ জন  উপ-সহকারী পরিচালক রয়েছেন। দুদকের ইতিহাসে একই সঙ্গে ৮৬ কর্মকর্তার রদবদলের ঘটনা এটিই প্রথম।এর আগে গত ১০ নভেম্বর পাঁচ পরিচালকসহ ৫৮ কর্মকর্তার পদোন্নতি দেয়া হয়। পদোন্নতিপ্রাপ্ত ৫৮ কর্মকর্তার মধ্যে রয়েছেন- ৫ পরিচালক, ৯ উপ-পরিচালক, ২৯ সহকারী পরিচালক, ১২ উপ-সহকারী পরিচালক ও তিন কোর্ট পরিদর্শক। এর ধারাবাহিকতায় ওই কর্মকর্তারাসহ ৮৬ জন কর্মকর্তাকে পদায়ন ও বদলি করা হয়েছে।আদেশ অনুযায়ী, পরিচালক পদে বদলি হওয়া আট পরিচালকের মধ্যে এ কে এম জায়েদ হোসেন খানকে খুলনা বিভাগীয় কার্যালয় থেকে দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক (অনিষ্পন্ন বিষয়াদি ও পরিদর্শন), আবু মোহাম্মদ আরিফ সিদ্দিকীকে বরিশাল বিভাগীয় কার্যালয় থেকে খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক, নাসিম আনোয়ারকে ঢাকা প্রধান কার্যালয়ের (অনিষ্পন্ন বিষয়ক ও পরিদর্শন) থেকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক করা হয়েছে।মনজুর আহমেদকে রাজশাহী বিভাগীয় কার্যালয় থেকে প্রধান কার্যালয়ের (অর্থ ও হিসাব) পরিচালক, উপ-পরিচালক (প্রশিক্ষণ) আক্তার হোসেনকে পদোন্নতি দিয়ে বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক, উপ-পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) মো. আবু সাঈদকে পদোন্নতি দিয়ে রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক পদে পদায়ন করা হয়েছে।উপ-পরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১)  মীর মো. জয়নুল আবেদীন শিবলীকে পদোন্নতি দিয়ে প্রধান কার্যালয়ের (অভ্যন্তরীণ পর্যবেক্ষণ ও মূল্যায়ন) পরিচালক ও অতিরিক্ত দায়িত্ব বিশেষ অনুসন্ধান তদন্ত-২ এবং উপ-পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) শিরীন পারভীনকে পদোন্নতি দিয়ে প্রধান কার্যালয়ের পরিচালক (গবেষণা ও পরীক্ষণ) করা হয়েছে।এছাড়া ১৬ জন উপ-পরিচালক, ৪৫ সহকারী পরিচালক ও ১৭ উপ-সহকারী পরিচালককে দুদকের প্রধান কার্যালয়সহ দুদকের বিভিন্ন কার্যালয়ে বদলি করা হয়।জেডএইচ/আরআইপি

Advertisement