শেয়ারবাজারে সম্প্রতি যেসব কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক বেড়েছে তার কারণ তদন্তের জন্য উভয় স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে যেসব কোম্পানির অস্বাভাবিক দর পতন হয়েছে সেগুলোরও কারণ তদন্ত করতে বলা হয়েছে।
Advertisement
মঙ্গলবার (১২ জানুয়ারি) বিএসইসির উপ-পরিচালক মোহাম্মদ শামসুর রহমান স্বাক্ষরিত এ সংশ্লিষ্ট চিঠি উভয় স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।
গত ৩০ কার্যদিবসের মধ্যে যেসব কোম্পানির শেয়ারের দাম ৫০ শতাংশ বেড়েছে বা কমেছে, এর পেছনে কোনো কারসাজি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে চিঠিতে নির্দেশ দেয়া হয়েছে।
বিএসইসির চিঠিতে গত ১ মাসে যেসব কোম্পানির গড় লেনদেনের পরিমাণ আগের ৬ মাসের গড় লেনদেনের চেয়ে ৫ গুণের বেশি বেড়েছে, যেসব কোম্পানির বার্ষিক বা প্রান্তিক শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) আগের বছরের একই সময়ের চেয়ে ৫০ শতাংশের বেশি উত্থান-পতন ঘটেছে, মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশের আগের ১০ কার্যদিবসে যেসব কোম্পানির দাম ও লেনদেন ৩০ শতাংশের কম বা বেশি হয়েছে, সেসব কোম্পানির বিষয়েও তদন্ত করতে নির্দেশ দেয়া হয়েছে।
Advertisement
নিয়ন্ত্রক সংস্থার চিঠিতে তদন্ত শেষে আগামী ৪৫ কার্যদিবসের মধ্যে নিয়ন্ত্রক সংস্থার কাছে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
এমএএস/এমএইচআর