অবিলম্বে সবাইকে বিনামূল্যে করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়ার আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ। এ সময় সংগঠনটির পক্ষ থেকে ভ্যাকসিন নিয়ে ব্যবসা করা চলবে না বলেও জানানো হয়।
Advertisement
মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ভ্যাকসিন নিয়ে ব্যবসা করা চলবে না। সরকার প্রথম থেকে মহামারি করোনাভাইরাস মোকাবিলায় জনগণকে যুক্ত করার নীতি গ্রহণ না করার ফলে এবং সম্পূর্ণভাবে আমলা ব্যবসায়ীদের ওপর নির্ভর করায় কোভিড-১৯ মোকাবিলা সফল হয়নি। ফলে করোনাভাইরাস কমিউনিটি পর্যায়ে সংক্রমিত হয়েছে।
তারা আরও বলেন, সরকারকে অবিলম্বে বিনামূল্যে ভ্যাকসিন দিতে হবে। মহামারিতে ভ্যাকসিন নিয়ে ব্যবসা ও দুর্নীতি বন্ধ করতে হবে। সাধারণ মানুষকে ভ্যাকসিন পাওয়া থেকে বঞ্চিত করা চলবে না।
Advertisement
জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের সদস্য অনুপ কুন্ডুর সঞ্চালনায় মানববন্ধনে সংগঠনটির আহ্বায়ক ফয়জুল হাকিম ও শ্রমিক নেতা রুকুনুজ্জামান রতন উপস্থিত ছিলেন।
এওয়াইএইচ/এআরএ/এমএস