আন্তর্জাতিক

কলকাতায় পৌঁছাল কোভিশিল্ডের ৭ লাখ ডোজ ভ্যাকসিন

ভারতের পুনে থেকে স্পাইসজেটের বিশেষ কার্গো বিমানে কোভিশিল্ডের ৭ লাখ ডোজ করোনা ভ্যাকসিন কলকাতায় এসে পৌঁছেছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর পৌনে ২টার দিকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছায় ভ্যাকসিনবাহী বিমানটি। খবর ভারতীয় গণমাধ্যমের।

Advertisement

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ভ্যাকসিন আসার খবরে বিমানবন্দরে আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছিল ইনসুলেটেড ভ্যান। ইনসুলেটেড ভ্যানে করে বাগবাজারের সেন্ট্রাল মেডিকেল স্টোরে সেগুলো নিয়ে যাওয়া হয়। ওখানেই কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়ে ভ্যাকসিন। এখান থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় সেটা সরবরাহ করা হবে।

আগামী ১৬ জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গে টিকাকরণ কর্মসূচি শুরু হবে। টিকা নিয়ে দেশজুড়ে যেমন আশার কথা রয়েছে তেমনই এ রাজ্যেও টিকা নিয়ে উৎসাহের শেষ নেই।

প্রশাসন সূত্রে জানা যায়, প্রথমে চিকিৎসক এবং সব স্বাস্থ্যকর্মীকে এই ভ্যাকসিন দেয়া হবে। তার পরে টিকা দেয়া হবে পুলিশ সদস্যদের।

Advertisement

এআরএ/এমকেএইচ