জাতীয়

ভ্যাকসিন পাবেন ১ লাখ ২০ হাজার প্রবাসী

করোনা ভ্যাকসিন কার্যক্রমের শুরুতে প্রথম মাসে ৬০ হাজার ও দ্বিতীয় মাসে ৬০ হাজারসহ সর্বমোট ১ লাখ ২০ হাজার অদক্ষ প্রবাসী শ্রমিক করোনাভাইরাসের ভ্যাকসিন পাবেন। তবে তাদের মধ্যে যদি কেউ দুই ডোজ টিকা নিতে ইচ্ছাপোষণ করেন তবে তাকে অবশ্যই দুই ডোজের মধ্যবর্তী আট সপ্তাহ দেশে অবস্থান করতে হবে।

Advertisement

সোমবার (১১ জানুয়ারি) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের নতুন ভবনে করোনা ভ্যাকসিন সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিদফতরের টিকা বিতরণ সংক্রান্ত কমিটির সদস্য অধ্যাপক শামসুল হক।

তিনি জানান, সরকারি টিকা প্রদানের ক্ষেত্রে যে তালিকা তৈরি করা হয়েছে, সেখানে প্রবাসী অদক্ষ শ্রমিকদের অবদানের কথা স্মরণ রেখে তাদের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া অনেক দেশ ভ্যাকসিন না নিয়ে প্রবাসীদের সেই দেশে প্রবেশ করতে দিবে না।

সরকার তালিকাভুক্ত জনগোষ্ঠীকে প্রথম ডোজের টিকা দেয়ার আট সপ্তাহ পর দ্বিতীয় ডোজের টিকা প্রদান করবে বলে তিনি জানান।

Advertisement

এমইউ/এআরএ