বছর দুই আগে ভারতের রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্যালেসে ক্যাথলিক রীতিতে বিয়ে করেন বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস। দুইজনের বয়সের ব্যবধান ১০ বছর থাকার কারণে শুরু থেকেই এই জুটির প্রতি ছিল সবার নজর।
Advertisement
তবে বেশ ভালোই আছেন এই তারকা জুটি। বয়স, সংস্কৃতির ব্যবধানকে উড়িয়ে দুজনে উড়ছেন ভালোবাসার ডানা মেলে।
দিন কয়েক আগে যুক্তরাষ্ট্রের একটি বিনোদনভিত্তিক ম্যাগাজিনে সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা কথা বলেন তার বৈবাহিক জীবনের নানা দিক নিয়ে। ভারতীয় সংস্কৃতির সঙ্গে নিকের মিলেমিশে একাকার হয়ে যাওয়া প্রসঙ্গে প্রিয়াঙ্কা জানান, ‘নিকের সঙ্গে ভারতের সম্পর্ক অনেকটা মাছ এবং পানির মতো। সে ভারতকে ভালোবাসে। আমাকেও একজন ভারতের সাধারণ মানুষের মতোই দেখে।
আমি দীর্ঘদিন ধরেই তাকে চিনি। নিকের ভালো লাগা, মন্দ লাগা সবকিছুই আমার জানা। নিক নিজেও আমাকে খুব ভালোভাবে জানে। নিকের ভালো লাগা খুঁজে বের করা কঠিন কিছু নয়। তাই বয়সের এই পার্থক্যটাও আমাদের সম্পর্কে কোন সমস্যা হয়নি।’
Advertisement
তবে নিজেদের সমস্যাগুলো খুঁজে বের করা তার কাছে বেশ রোমাঞ্চকর বলে মনে হয় প্রিয়াঙ্কার।
প্রসঙ্গত, করোনার লকডাউন শেষে বেশ ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা। দিন কয়েক আগেই যুক্তরাজ্যে ‘টেক্সট ফর ইউ’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এর আগে জার্মানিতে ‘দ্য ম্যাট্রিক্স ৪’ সিনেমার শুটিং সম্পন্ন করেছেন তিনি।
চলতি বছর ওটিটি প্লাটফর্মসহ প্রেক্ষাগৃহেও মুক্তি পেতে যাচ্ছে তার বেশ কিছু সিনেমা। সবকিছু মিলিয়ে হলিউড ও বলিউডে বেশ জম্পেশ দিন কাটাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া।
এলএ/এমকেএইচ
Advertisement