খেলাধুলা

জিম্বাবুয়ে নারী দলের প্রতীক্ষায় কক্সবাজারে সালমারা

দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলকে মোকাবেলা করতেই কক্সবাজার এসেছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু নিরাপত্তার অজুহাতে দক্ষিণ আফ্রিকা দল বাংলাদেশ সফর বাতিল করলেও ঢাকা ফেরেনি সালমা-জাহানারার দল। এবার তাদের জন্য সুখবর হলো জিম্বাবুয়ে নারী দল কক্সবাজার আসছে সালমাদের মোকাবেলায়। দক্ষিণ আফ্রিকা নারী দলের সাথে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে গত ১ নভেম্বর কক্সবাজার আসে বাংলাদেশ নারী দল। কিন্তু দক্ষিণ আফ্রিকা নারী দল সিরিজ স্থগিত করার পরও সালমারা ঢাকা ফিরে যায়নি। আগামী ১৭ এবং ১৯ নভেম্বর কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ে মহিলা দলের সাথে দুইটি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ মহিলা দল। এদিকে ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য এই মাসে থাইল্যান্ডে কোয়ালিফাইং টুর্নামেন্ট খেলতে হবে জাহানারা-সালমাদের। ২২ নভেম্বর থাইল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি দিবে জাহানারারা। থাইল্যান্ডে দুইটি বিশ্বকাপ কোয়ালিফাইং ম্যাচ খেলবে। ওই দুইটি ম্যাচ জিততে পারলে ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তার আগে নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠার জন্য কঠোর অনুশীলন, প্রস্তুতি ম্যাচ এবং আন্তর্জাতিক ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিচ্ছে টাইগ্রেসরা। বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা জানান, কক্সবাজারে অনুশীলনে ভালো সুযোগ পাচ্ছি। এটি ভালো মাঠ। পরিকল্পনা মাফিক কাজ করছে খেলোয়াড় এবং কর্মকর্তারা। দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করলেও জিম্বাবুয়ে মহিলা দল খেলতে আসছে এখানে। নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। প্রস্তুতিও ভালো হয়েছে। আমাদের প্রথম লক্ষ্য বিশ্বকাপ কোয়ালিফাই। জিম্বাবুয়ের সাথে ম্যাচ দুইটি আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের শ্রীলংকান কোচ চাম্পিকা গামাগে জানান, আমাদের দলের প্রস্তুতি অনেক ভালো। অনেক ভালোভাবে অনুশীলন করছে খেলোয়াড়রা। বাংলাদশে নারী দলের সাথে জিম্বাবুয়ে নারী দলের আগামী ১৭ এবং ১৯ নভেম্বর দুইটি খেলা অনুষ্ঠিত হবে এই ভ্যানুতে। খেলা দুইটি আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ডে খেলার প্রস্তুতি হিসেবে ইতিবাচক হবে। গামেগা আরো বলেন, কক্সবাজার আন্তর্জাতিক ভ্যানু তাই আমারা এখানে অনেক ভালো সুযোগ-সুবিধা পেয়েছি। কক্সবাজারে আসার পর থেকে কঠোর অনুশীলন করছে মেয়েরা। আশা করি এর ফল পাওয়া যাবে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করার বিষয়েও আশাবাদী এই লঙ্কান কোচ। গামাগের আশা বাংলাদেশ টি- টোয়েন্টি বিশ্বকাপ খেলবে।সায়ীদ আলমগীর/এমআর/পিআর

Advertisement