বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের পাশাপাশি সমানতালে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৬ লাখেরও বেশি মানুষ।
Advertisement
আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার (১১ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৬ লাখ ৮৯ হাজার ৭৩৫ জন মানুষ।
একই সময়ে করোনায় মারা গেছেন ১৯ লাখ ৪৩ হাজার ৯৯ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ৪৮ লাখ ১০ হাজার ৯৬৯ জন।
ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ২৯ লাখ ১৭ হাজার ৩৩৪ জন। আর মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৩ হাজার ২৭৫ জন।
Advertisement
আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪ লাখ ৬৭ হাজার ৪৩১ জন। এর মধ্যে ১ লাখ ৫১ হাজার ১৯৮ জনের মৃত্যু হয়েছে।
এসএস/জেআইএম