ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) মৌসুমে প্রথমবারের মতো হারের স্বাদ নিয়েছে অ্যাতলেটিকো ডি কলকাতা। পুনে সিটির কাছে ৩-১ গোলে হারলেও তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে সৌরভ গাঙ্গুলির দল।নিজেদের মাঠে শুরুটা ভালো হয়নি কলকাতার। যদিও ২ ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে একাদশে যুক্ত হয়েছিলেন অ্যান্টিনিও লোপেজ হাবাস। সঙ্গে ছিলেন সুভাশিষ চৌধুরী, কাভিন লোবো ও ফিকরু। তারপরও পুনের বিপক্ষে পেরে ওঠেনি কলকাতা। খেলার ৩৫ মিনিটে প্রথম গোল হজম করেছে তারা। গোল করেছেন ডুডু।বিশ্রামের পর আরও দুটি গোল হজম করেছে কলকাতা। তাই শেষ অবধি আর খেলায় ফিরতে পারেনি দলটি। ৫৫ মিনিটে কাটসোরানিস ও ৮৯ মিনিটে কলকাতার জালে বল পাঠিয়েছেন কলম্বা। অবশ্য জয় না পেলেও শেষদিকে একটি গোল পরিশোধ করেছিল কলকাতা। স্বাগতিকদের পক্ষে গোলটি করেছেন টেফেরা।এ ম্যাচে হারলেও ৭ খেলায় ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে কলকাতা। এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পুনে সিটি।
Advertisement