পার্থের ওয়াকা গ্রাউন্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে রোববার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার পেসার মিশেল স্টার্ক অসামান্য এক রেকর্ড গড়েছেন। নিজের ২১তম ওভারের চতুর্থ বলটি ঘণ্টায় ১৬০ দশমিক ৪ কিলোমিটার বেগে (৯৯ দশমিক ৭ মাইল/ঘণ্টায়) ছুঁড়ে তিনি পঞ্চম বোলার হিসেবে এই অনন্য রেকর্ড স্পর্শ করেন।এর আগে টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র চারজন বোলার ঘণ্টায় ১৬০ কিলোমিটার বা তার বেশি গতিতে বল করার কৃতিত্ব দেখিয়েছিলেন। এর মধ্যে পাকিস্তানের শোয়েব আখতার ২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে নিউল্যান্ডসে ১৬১ দশকিক ৩ কি.মি, অস্ট্রেলিয়ান জুটি শন টেইট ও ব্রেট লীগ উভয় ১৬১ দশমিক ১ কি.মি বেগে বল করেছেন। এছাড়া অস্ট্রেলিয়ার জেফ থমসন ঘণ্টায় ১৬০ দশমিক ৬ কি.মি বেগে বল করেছিলেন।ক্রিকেট ইতিহাসে এখনো থমসনকে দ্রুততম বোলার হিসেবে বিবেচনা করা হয়। কিউই ব্যাটসম্যান রস টেইলরের বিপক্ষে স্টার্কের ডেলিভারিটি ছিল ইয়র্কার লেংথের।আরএস/আরআইপি
Advertisement