ক্যাম্পাস

ঢাবি ‘খ’ ইউনিটের শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকার ২৩ নভেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণির ‘খ’ ইউনিট অধীনে ৬টি বিভাগের শূন্য আসনে ভর্তির জন্য ২৫০১ থেকে ৪৩৫১ মেধাক্রমধারী প্রার্থীদের সাক্ষাৎকার আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।ভর্তি নির্দেশিকা অনুযায়ী যেসব প্রার্থী ওই ৬টি বিভাগের জন্য যোগ্য কেবল তারাই আবেদন করতে পারবেন। আগামী ২৩ নভেম্বর ২০১৫ সোমবার সাক্ষাৎকারের জন্য কলা অনুষদ সভাকক্ষে যোগ্য প্রার্থীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। ঐদিন সকাল ৯টা থেকে মেধাক্রম ২৫০১ থেকে ৩৫০০ পর্যন্ত এবং বিকেল ৩টা থেকে মেধাক্রম ৩৫০১ থেকে ৪৩৫১ পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ করা হবে। শূন্য আসনে ভর্তির জন্য ৬টি বিভাগ হলো- তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা, বিশ্বধর্ম ও সংস্কৃতি, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের English for Speakers of Other Language (ESOL) I French as a Foreign Languages (FFL)|বিজ্ঞপ্তিতে বলা হয়, যে মুহূর্তে উল্লিখিত বিষয়ের বিভাগগুলির নির্ধারিত আসন সংখ্যা পূর্ণ হয়ে যাবে তৎক্ষণাৎ সাক্ষাৎকার গ্রহণ বন্ধ হবে। সাক্ষাৎকারের সময় ছাত্র/ছাত্রীদের ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, ওয়েবসাইটে পূরণকৃত বিষয় পছন্দক্রম ফরম (প্রিন্ট করে নিতে হবে)-এর কপি, মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র, উচ্চ-মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এবং দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত রঙিন ছবি সঙ্গে আনতে হবে। কোনো কারণে প্রয়োজনীয় কাগজ ও ছবি আনতে ব্যর্থ হলে প্রার্থীকে নির্ধারিত জরিমানা দেয়া সাপেক্ষে সাক্ষাৎকারে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে। এমএইচ/এসএইচএস/আরআইপি

Advertisement