জাতীয়

এক সপ্তাহে বেড়েছে নমুনা পরীক্ষা, কমেছে শনাক্ত-মৃত্যু

দেশে গত এক সপ্তাহে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তে নমুনা পরীক্ষার হার ৫ দশমিক ৩৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত ১২ দশমিক ৫২ শতাংশ, সুস্থ ২৯ দশমিক ৪৩ শতাংশ ও মৃত্যুহার ৮ দশমিক ১৯ শতাংশ বেড়েছে। করোনা সংক্রমণকালে ৫৩ তম সপ্তাহের তুলনায় ৫৪ তম সপ্তাহের পরিসংখ্যানে এ পরিবর্তন দেখা যায়।

Advertisement

৫৩ তম সপ্তাহে ৯০ হাজার ১৪২টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে ৭ হাজার ৮৫ জন শনাক্ত এবং ৯ হাজার ১৩২ জন সুস্থ হয়ে ওঠেন এবং মৃত্যু হয় ১৭১ জনের। ৫৪ তম সপ্তাহে ৯৪ হাজার ৯৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে ৬ হাজার ১৯৮ জন শনাক্ত, ৬ হাজার ৪৪৪ জন সুস্থ ও ১৫৭ জনের মৃত্যু হয়।

শনিবার (৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৫ জন পুরুষ ও ৭ জন নারী। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৭৫৬ জনে। গত ২৪ ঘণ্টায় ১৮১টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৫২৩টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৯০৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৩ লাখ ৪৪ হাজার ৩৯৯টি। এই সময়ের মধ্যে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৬৯২ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ২১ হাজার ৩৮২ জন।

Advertisement

এদিকে, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৮৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৬ হাজার ৬৪ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ৫ দশমিক ৩৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৫৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য ৩৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

গেল বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত এবং ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। শনিবার (৯ জানুয়ারি) পর্যন্ত মোট ৭ হাজার ৭৫৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৫ হাজার ৮৯৫ জন (৭৬ দশমিক ০১ শতাংশ) ও নারী ১ হাজার ৮৬১ জন (২৩ দশমিক শূন্য ৯৯ শতাংশ)।

এমইউ/এমএসএইচ/জেআইএম

Advertisement