দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টির কারণে দেশের উপকূলীয় এলাকায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।বাংলাদেশ আবহাওয়া অধিদফতর সূত্রে আরো জানা যায়, আগামী ১৮ নভেম্বর পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে। এছাড়া মেঘ পরিষ্কার হলে সারাদেশে ঠান্ডা অনুভূত হতে পারে।তবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানা যায়। উল্লেখ্য, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে এবং এটি ঘনিভূত হয়ে সুস্পষ্ট লঘুতাপ রূপে একই এলাকায় অবস্থান করছে।আরএস/পিআর
Advertisement