বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ স্টেডিয়াম ও টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা হবে তা চূড়ান্তই ছিল। চতুর্থ ভেন্যুর জন্য বেশ ভুগতে হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। বাংলাদেশ আর্মি স্টেডিয়াম এবং নরসিংদী স্টেডিয়ামকে প্রিমিয়ার লিগের ভেন্যু করতে চেয়েও পারেনি বাফুফে।
Advertisement
শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগের চতুর্থ ভেন্যু হিসেবে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামকে বেছে নিয়েছে বাফুফে। টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের মতো মুন্সিগঞ্জের স্টেডিয়ামটিরও প্রিমিয়ার লিগের ভেন্যু হিসেবে অভিষেক হতে যাচ্ছে।
ঢাকার বাইরে তিনটি ভেন্যু হলেও বেশিরভাগ ক্লাব আঁকড়ে থাকছে সেই বঙ্গবন্ধু স্টেডিয়ামকেই। কুমিল্লা, মুন্সিগঞ্জ ও টঙ্গীকে হোমভেন্যু হিসেবে নিয়েছে ৬ ক্লাব। অন্যদিকে বঙ্গবন্ধুতেই থাকছে ৭ ক্লাব।
আবাহনী, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, ব্রাদার্স ইউনিয়ন, সাইফ স্পোর্টিং ক্লাব ও চট্টগ্রাম আবাহনী হোমভেন্যু হিসেবে নিয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে।
Advertisement
মোহামেডানের মাধ্যমে গত মৌসুমে কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ স্টেডিয়ামের অভিষেক হয়েছিল প্রিমিয়ার লিগে। এবার মোহামেডানের পাশাপাশি লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসও হোমভেন্যু হিসেবে নিয়েছে কুমিল্লাকে।
নতুন দুই ভেন্যুর মধ্যে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামকে হোমভেন্যু করেছে আরামবাগ ক্রীড়া সংঘ ও উত্তর বারিধারা ক্লাব এবং মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামকে হোমভেন্যু করেছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।
শনিবার বাফুফের প্রফেশনাল লিগ কমিটির জরুরী সভায় প্রিমিয়ার লিগের ভেন্যু চূড়ান্ত এবং ক্লাবগুলো কে কোন ভেন্যুতে খেলবে সেটা চূড়ান্ত করা হয়েছে। সভা শেষে বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, ‘এবার চারটি ভেন্যুতে লিগ হবে। খেলাও শুরু হবে পূর্ব নির্ধারিত ১৩ জানুয়ারি থেকে।’
আরআই/এমএমআর/জেআইএম
Advertisement