আইন-আদালত

এলডিপি নেতা রেদওয়ান আহমেদের বিরুদ্ধে মামলা চলবে

এলডিপি নেতা রেদওয়ান আহমেদের বিরুদ্ধে মামলা চলবে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার বৈধতা চ্যালেঞ্জ করে এলডিপি নেতা রেদওয়ান আহমেদের রিট খারিজ করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি সুরেন্দ কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। ফলে নিম্ন (বিচারিক) আদালতে মামলার কার্যক্রম চলতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। আদালতে রেদওয়ান আহমেদের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিষ্টার রোকন উদ্দিন মাহমুদ। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান,  হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ আপিল বিভাগে বহাল থাকায় তার বিরুদ্ধে মামলা চলতে আইনি কোন বাধা নেই। জানা যায়, ২০০৭ সালের ১৫ ফেব্রুয়ারি রমনা থানায় রেদওয়ান আহমেদসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। অপর দুইজন হলেন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তৎকালীন চেয়ারম্যান কবির আহমেদ ও মহাসচিব শাহ আলম চৌধুরী।মামলায় সাংগঠনিক অনুমোদন ছাড়া মুক্তিযোদ্ধা সংসদের তহবিল থেকে ৫০ লাখ টাকা উত্তোলন করে সংগঠনের কল্যাণে ব্যয় না করার অভিযোগ আনা হয়। ওই মামলায় ওই বছরের ১৭ অক্টোবর অভিযোগ আমলে নেয়া হয়। এই মামলার বৈধতা নিয়ে রেদওয়ান আহমেদ হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করলে সঙ্গে সঙ্গে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট।পরে রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে ২০১০ সালের ২৫ অক্টোবর হাইকোর্ট তা খারিজ করে দেয়। এর বিরুদ্ধে রেদওয়ান আহমেদ লিভ টু আপিল করেন, যার ওপর শুনানি শেষে রোববার তা খারিজ হয়।এফএইচ/জেডএইচ/পিআর

Advertisement