প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় টাঙ্গাইলের মির্জাপুরে একই মালিকের দুই ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
শনিবার (৯ জানুয়ারি) এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেন।
জানা গেছে, মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া গ্রামের ফিরোজ হায়দার খান প্রশাসনের অনুমোদন না নিয়েই উপজেলার গোড়াই মনিননগর এলাকায় দুটি ইটভাটা স্থাপন করে ইট তৈরি করছিলেন। খবর পেয়ে মেসার্স ফিরোজ বিক্স ম্যানুফ্যাকচার্স ও মেসার্স আদর আপন ব্রিকস ইটভাটায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ইটভাটা দুটির কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়।
Advertisement
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেন।
এস এম এরশাদ/এসজে/জেআইএম