দেশজুড়ে

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত একজনের মৃত্যু

মাদারীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি মো. সিরাজ (৫০) চিকৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।সিরাজ আগৈলঝাড়া উপজেলার গৈলা এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে।দুর্ঘটনায় আহত সিরাজের দুই ছেলে হৃদয় (১৮), সুজন (২৪) এবং গৌরনদী উপলোর জুয়েল (২৫) শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।শেবাচিম হাসাপাতালের বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. মো. মাসুদ আহতদের বরাত দিয়ে জানান , মাদারীপুর জেলার কালকিনির ভুরঘাটার কুন্ডুবাড়ির মেলায় সকালে খেলনা বেলুনে গ্যাস প্রবেশের সময় ব্যবহৃত সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় বেলুন বিক্রেতা সিরাজ সরদার ও তার দুই ছেলে সুমন এবং হৃদয়সহ ৫ জন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে ৪ জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে আনা হয়। এদের মধ্যে মো. সিরাজ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অহত অপর ৩ জনের চিকিৎসা চলছে। সাইফ আমীন/এসএস/এমএস

Advertisement