‘দ্য রাইট হেড’ নামের একটি অ্যানিমেশন ভিডিও আর্ট নির্মাণ করেছেন সাংবাদিক ও লেখক ফয়সল আবদুল্লাহ। যা তিনি নির্মাণ করেছেন স্টপ মোশন অ্যানিমেশন পদ্ধতিতে। ছবিতে দেখা যায়, একদল মুণ্ডুহীন মানুষ। যারা ৯টা-৫টা অফিস করে। তারা হামাগুড়ি দিয়ে কারখানায় ঢোকে। সেই কারখানায় আবার বিভিন্ন রঙচঙা মাথা বের হয়। এর মধ্যে একজন খুঁজে বের করে সবুজ একটা মুণ্ডু।ভিডিও আর্টের বিষয়বস্তু ব্যাখ্যা করতে গিয়ে নির্মাতা ফয়সল আবদুল্লাহ বলেন, ‘আমাদের দৃশ্যমান মাথার বাইরেও আরও অনেক মাথা আছে। আমরা বলি ‘আমাদের মাথায় এটা ঘোরে, ওটা ঘোরে।’ কারো মাথায় কেবল টাকা, কারো মাথায় ফেসবুক, কারো মাথায় শেয়ারবাজার, আর কারো বা বন্দুক। প্রকৃতির সবুজ মাথাগুলো পড়ে থাকে গাছের তলায়, অবহেলায়।’তিনি বলেন, ‘ফ্যাক্টরির ঘড়িতে সময় ৯টা-৫টা। আর কোনো সময় নেই। এটাই আমাদের বর্তমান সময়। ৯টা-৫টার এ যুগে প্রকৃতি নিয়ে ভাবার সময় কই। অফিসেই হারিয়ে যাচ্ছে দুপুর-বিকেল।’ অ্যানিমেশনের কারিগরি ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ‘প্রতি সেকেন্ড অ্যানিমেশনের জন্য ছবি তুলতে হয়েছে ১৫টি করে। পরে এডিটিং সফটওয়্যারে একটার পর একটা ছবি বসিয়ে তৈরি করা হয়েছে ভিডিওটি। ৬ মিনিটের অ্যানিমেশনের জন্য তুলতে হয়েছে ৪ হাজারের মতো ছবি। সেট, পাপেট সব নিজের হাতে বানানো।’এ কাজে দারুণ সহাযোগিতা করেছেন তার স্ত্রীর বড়ভাই এফ এ নাসের। উল্লেখ্য, অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনে কাজ করছেন ফয়সল। নির্মাণের শখ অনেক দিনের। বেশ কিছু শর্টফিল্ম নির্মাণ করেছেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি নতুন সৃষ্টি ‘ভিডিও আর্ট’। এছাড়াও ‘ধ্রুব নীল’ নামে তিনি নিয়মিত লিখছেন। এ পর্যন্ত তার ৬টি বই প্রকাশিত হয়েছে। স্টপ মোশন ভিডিওএসইউ/এমএস
Advertisement