ছয়দিন পর বৃহস্পতিবার (৭ জানুয়ারি) করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।
Advertisement
গত একদিনে ১৫ হাজার ৬৩৪টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৩৮১টি নমুনা পরীক্ষা করে নতুন এক হাজার সাতজন করোনা রোগী শনাক্ত হয়।
১ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত নতুন শনাক্ত রোগীর সংখ্যা এক হাজারের নিচে থাকলেও ৭ জানুয়ারি রোগীর সংখ্যা হাজার ছাড়িয়ে যায়।
১ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত নতুন শনাক্ত রোগীর সংখ্যা ছিল যথাক্রমে ৯৯০, ৬৮৪, ৮৩৫, ৯১০, ৯৯১ এবং ৯৭৮ জন।
Advertisement
এদিকে বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে পুরুষ ২১ জন ও নারী ১০ জন। প্রায় দুই সপ্তাহ পর করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৩০ জনের বেশি দাঁড়াল।
এমইউ/ এমআরআর