গণমাধ্যম

সাংবাদিক পীযূষের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্যের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় স্থানীয় প্রেসক্লাব চত্বরে জেলা নাগরিক ফোরামের উদ্যোগে এ মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।মানববন্ধনে জেলা নাগরিক ফোরামের নেতৃবৃন্দ ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধি ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা কমিটির সভাপতি প্রফেসর মোখলেছুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আজিজুল হক, জেলা নাগরিক ফোরামের উপদেষ্টা মো. শাহ আলম, বিশিষ্ট শিক্ষাবিদ সোপানুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন প্রমুখ।প্রতিবাদ সমাবেশে বক্তারা সাংবাদিক পীযূষ কান্তি আচার্যের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, ৮দিন পার হলেও সাংবাদিক পীযূষ কান্তি আচার্যের উপর হামলাকারীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে। শিগগিরই এ হামলার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হলে আরো দুর্বার আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।উল্লেখ্য, গত ৬ নভেম্বর হবিগঞ্জের মাধবপুরের আদাউর নামক স্থানে সন্ত্রাসী হামলার শিকার হন এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। এ সময় সাংবাদিক পীযূষ কান্তি আচার্যের সঙ্গে থাকা তার চার সহযোগীও আহত হন।আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস

Advertisement