বেকারত্ব বীমার আওতায় গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সদ্য বেকারদের ভাতা দাবির সংখ্যা আরো ১০ হাজার কমে ২ লাখ ৭৮ হাজারে ঠেকেছে, শতাংশের হিসাবে যা গত ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন আর সংখ্যায় সত্তরের দশকের পর সর্বনিম্ন। শ্রম দফতরের এ উপাত্ত মার্কিন শ্রমবাজারের বিদ্যমান শক্তিরই প্রতিফলন বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বৃহস্পতিবার শ্রম দফতরের এ উপাত্ত প্রকাশের আগে বিশ্লেষকরা বেকার ভাতা দাবির সংখ্যা ২ লাখ ৮৫ হাজারের বেশি হবে বলে পূর্বাভাস দিয়েছিলেন। এদিকে সংশোধিত উপাত্তে ২৬ অক্টোবর পর্যন্ত এক সপ্তাহে বেকার ভাতার দাবি আরো এক হাজার বেড়েছে। তবে ছাঁটাইয়ের সাপ্তাহিক উপাত্ত মধ্যমেয়াদি গড়ের নিচেই ছিল।টানা আট সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে বেকার ভাতা দাবির সাপ্তাহিক সংখ্যা তিন লাখের নিচে আছে। ২ নভেম্বর সমাপ্ত সপ্তাহে বেকার ভাতা দাবির চার সপ্তাহের গড় ২ হাজার ২৫০ কমে ২ লাখ ৭৯ হাজারে নেমে এসেছে, যা ২০০০ সালের এপ্রিলের পর সর্বনিম্ন। এক বছর আগেও এ গড় ছিল ৩ লাখ ৪৭ হাজার ২৫০।এদিকে অক্টোবরে বেকারত্বের হার ছয় বছরে সর্বনিম্ন ৫ দশমিক ৯ শতাংশে অপরিবর্তিত থাকার আশা করছেন অর্থনীতিবিদরা। প্রাথমিক তথ্য-উপাত্তে দেখা যাচ্ছে, অক্টোবরে যুক্তরাষ্ট্রে ২ লাখ ৩৫ হাজার নতুন কর্মসংস্থান হয়েছে, যা সেপ্টেম্বরের চেয়ে কিছুটা কম।গত দুই প্রান্তিকে সাড়ে ৩ থেকে সাড়ে ৪ শতাংশ প্রবৃদ্ধির পর বছরের শেষ প্রান্তিকে মার্কিন অর্থনীতির গতিপ্রকৃতি নিয়ে আত্মবিশ্বাসী নিয়োগদাতারা অবশ্য সাম্প্রতিক রফতানি উপাত্ত নিয়ে কিছুটা চিন্তিত। তবে সার্বিক কর্মসংস্থান চিত্রে এজন্য বিশেষ পরিবর্তন আশা করছেন না বিশ্লেষকরা। শেষ প্রান্তিকে ৩ শতাংশ প্রবৃদ্ধির ব্যাপারে আশাবাদী ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নিয়োগ পরিকল্পনাও শ্রমবাজারের সম্ভাবনা সম্পর্কে ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।বিশ্লেষকরা আরো বলছেন, আগামী মাসগুলোয় সাধারণ আমেরিকানদের প্রকৃত আয় বাড়বে, যা অভ্যন্তরীণ ভোগের জন্য ইতিবাচক। এ পরিস্থিতিতে কোম্পানিগুলো নিয়োগ-বিনিয়োগ বাড়াবে।বর্তমান হারে এগোলে ২০১৫ সালের মাঝামাঝি কোনো সময়ে সুদহার বাড়ানো শুরু করবে কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। - ফিন্যান্সিয়াল টাইমস।
Advertisement