রাজনীতি

গণতন্ত্র এখন পুলিশের বুটের নিচে : ফখরুল

গণতন্ত্র এখন পুলিশের বুটের নিচে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।ফখরুল বলেন, এই অনৈতিক, অবৈধ সরকার গণতন্ত্রকে ধ্বংস করছে। এখন গণতন্ত্র পুলিশের বুটের নিচে। তারা রাজনীতির ভাষায় কথা বলে। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান যখন সত্য বলেন তখন বোঝা যায় ক্ষমতা কার হাতে। তিনি বলেন, যারা জিয়াউর রহমানকে চর বলেন তারাই পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছিল। অথচ জিয়াউর রহমান পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। মির্জা ফখরুল বলেন, এই সরকার অনির্বাচিত, গণবিচ্ছিন্ন সরকার। সরকার পুলিশ নির্ভর রাষ্ট্র চালাচ্ছে। তাদের পায়ের নিচে মাটি নেই। তারা অন্য রাজনীতিক দলকে সহ্য করতে পারে না। বিভিন্ন প্রতিবেদনে তাদের দুর্নীতির চিত্র প্রকাশ হচ্ছে। প্রশাসনকে দলীয়করণ করেছে এই সরকার। তারা পার্লামেন্টকে একদলীয়করণ করেছে। বিএনপির এই নেতা বলেন, জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল ইনুকে ধিক্কার জানাই। তিনি জিয়াউর রহমানকে বেঈমান বলেছেন। তারা চিহ্নিত গণবিরোধী। দেশের মানুষের ভোটের অধিকার হরণকারী শক্তি আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়েছে জাসদ। ইতিহাসে এই ঘৃণিত সরকারের সঙ্গে তাদের নামও লেখা থাকবে। তিনি বলেন, আমরা সমাবেশের অনুমতি চেয়েছিলাম। কিন্তু সরকার দেয়নি। এই সরকার রাষ্ট্রকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। এরা গণতন্ত্রের কথা বলে কিন্তু দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই। ন্যূনতম সুযোগ একটি রাজনীতিক দলকে দেওয়া হচ্ছে না।

Advertisement