প্রবাস

যুক্তরাজ্যে আজ সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

যুক্তরাজ্যে করোনা মহামারিতে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। প্রতিদিন একের পর এক গড়ছে আক্রান্তের নতুন নতুন রেকর্ড। আজ করোনায় আক্রান্তের রেকর্ড ছিল; ৬২ হাজার ৩২২ জন।

Advertisement

আগের দিন ছিল দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড; ৬০ হাজার ৯১৬ জন। সোমবার ছিল ৫৮ হাজার ৭৮৪ জন। দেশটিতে এ পর্যন্ত সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ লাখ ৩৬ হাজার ৮০১ জনে।

এদিকে যুক্তরাজ্যে করোনায় বুধবার মৃত্যুবরণ করেছে ১০৪১ জন। যা গত এপ্রিল মাসের পর একদিনে সর্বাধিক মৃত্যুর রেকর্ড। গতকাল মঙ্গলবার ছিল ৮৩০ জন। সোমবার ছিল ৪০৭ জন। মোট মৃতের সংখ্যা ৭৭ হাজার ৩৪৬ জন।

বুধবার হাসপাতালে মৃত্যুবরণ করেছে ৬৭৪, ওয়েলস ৭৬ জন, স্কটল্যান্ডে ৬৮ জন এবং নর্দান আয়ারল্যান্ডে ১৩ জন।

Advertisement

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন গত সোমবার নতুন করে জাতীয় লকডাউন ঘোষণা করেছেন। এ লকডাউনে বিনাপ্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। যা বলবৎ থাকবে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত।

গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রেস ব্রিফংয়ে জানানো হয়, সারা দেশে প্রতি ৫০ জনে একজন করে কোভিড-১৯ এ আক্রান্ত। গত ২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত লন্ডনে আনুমানিক প্রতি ৩০ জনের মধ্যে একজন সংক্রমিত হয়েছেন।

এমআরএম

Advertisement