অর্থ পাচার মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব বিচারিক (নিম্ন) আদালতে জামিন খারিজের বিরুদ্ধে হাইকোর্টে আপিল আবেদন করেছেন।
Advertisement
বুধবার (৬ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ আপিল শুনানির জন্য গ্রহণ করে আদেশ দেন।
আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একে এম আমিন উদ্দিন মানিক।
আমিন উদ্দিন মানিক জানান, ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি তারেকুজ্জামান রাজীবের বিরুদ্ধে চাঁদাবাজি, প্রতারণা, অবৈধ অস্ত্র, মাদক ব্যবসাসহ সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে ১৮ কোটি ৪০ লাখ ২৭ হাজার ১৯২ টাকা অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করে সিআইডি। মামলায় একই বছরের ২৬ জুলাই তার জামিন আবেদন খারিজ করে দেন মহানগর দায়রা জজ আদালত। ওই খারিজাদেশের বিরুদ্ধে আপিল করে হাইকোর্টে জামিন চান রাজীব। বুধবার শুনানি শেষে আদালত আপিলটি শুনানির জন্য গ্রহণ করেছেন। আপিল প্রস্তুত হলেই শুনানি হবে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল।
Advertisement
জানা গেছে, ২০১৯ সালের ১৯ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর এলাকার ‘সুলতান’ খ্যাত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নং ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে আটক করে র্যাব। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এফএইচ/এএএইচ/জেআইএম