দেশজুড়ে

কুষ্টিয়ায় রাস্তা থেকে নবজাতক উদ্ধার

কুষ্টিয়ায় রাস্তা থেকে নবজাতক উদ্ধার

কুষ্টিয়া শহরতলীর বটতৈল মোড় থেকে এক নবজাতকে উদ্ধার করেছে স্থানীয়রা। রোববার ভোরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল মোড় সংলগ্ন রাস্তার পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার ভোরে বটতৈল মোড়ের স্থানীয় হোটেল কর্মচারী আনোয়ারা বেগম কাজ করতে যাওয়ার সময় জ্যোতি হোটেলের সামনের গ্যারেজের পিছনে শিশুর কান্না শুনতে পায়। এ সময় তিনি সেখানে গিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি নবজাতককে পড়ে থাকতে দেখেন। পরে তিনি আশপাশের লোকজন নিয়ে শিশুটিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক তাপস কুমার পাল জাগো নিউজকে জানান, সকালে নবজাতকটিকে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসা চলছে। বর্তমানে নবজাতকটি সুস্থ আছে। আল-মামুন সাগর/এসএস/এমএস

Advertisement