সুপ্রিম কোর্টে ২০১৩ সালের ২৯ ডিসেম্বর বহিরাগতদের হামলার ঘটনায় প্রতিবাদ সভা করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
Advertisement
মঙ্গলবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশনের) ভবনের সমানে এ সভা করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দীন খোকন বলেন, এই সরকার জনগণকে বিশ্বাস করে না। তারা ভোটকে ভয় পায়, গণতন্ত্রকে ভয় পায়। এই সরকার ভোট বিহীন সরকার। আমরা জনগণ চাই না এই সরকার ক্ষমতায় থাকুক।
তিনি বলেন, আওয়ামী লীগ জনগণকে ভয় পায়। কারণ, বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপির সঙ্গে জনগণ আছে।
Advertisement
জাতীয় ঐক্যফ্রন্টের নেতা শাহ আহমেদ বাদলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সহ সভাপতি ড. গোলাম রহমান ভুইয়া সাবেক সহ-সভাপতি আব্দুল বাতেন, সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল মুনির হোসেন, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক রফিকুল হক তালুকদার রাজা, সাবেক সহ-সম্পাদ সাইফুর রহমান, আইনজীবী বেগম জাহানারা, আসারুল, মীর্জা আল মাহমুদ, আহসান উল্লাহ, তাহসিন আলী, আয়েশা আক্তার প্রমুখ।
সমিতির সাবেক সহ-সম্পাদক শরীফ ইউ আহমেদ ও ন্যাশনাল ল ইয়ার্স কাউন্সিলের মহাসচিব হেমায়েত উদ্দীন বাদশার যৌথ সঞ্চালনায় এবং ন্যাশনাল ল-ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এস এম জুলফিকার আলী জুনু ও উপদেষ্টা এ কে এম মোক্তার হাসেন সার্বিক তত্ত্বাবধানে সভাটি অনুষ্ঠিত হয়।
২০১৪ সালের ২৯ ডিসেম্বর গণতান্ত্রিক আইনজীবী সমিতির ব্যানারে মানববন্ধন কর্মসূচি চলার সময় দুপুরের দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটে। এতে একজন নারী আইনজীবী গুরুতর আহত হয়েছিলেন।
এফএইচ/এসজে/এমকেএইচ
Advertisement