রাজশাহীতে আগামী ১০ নভেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল জুনিয়র (অনূর্ধ্ব-১৮) টেনিস চ্যাম্পিয়নশিপ। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহায়তায় জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।প্রতিযোগিতায় ২২টি দেশ এবং স্বাগতিক বাংলাদেশ থেকে র্যাঙ্কিং/পয়েন্টস অর্জনের লক্ষ্যে ৫৯ জন বালক ও ২৬ জন বালিকাসহ ৮৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন। শনিবার দুপুরে রাজশাহী জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানিয়েছেন রাজশাহী ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০১৪ এর টুর্নামেন্টের ডাইরেক্টর কায়সান আহমেদ।তিনি জানান, টুর্নামেন্ট সফল করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ভারত থেকে ২৫ জন বালক ও ১১ জন বালিকা, চাইনিজ তাইপে থেকে ৫ জন বালিকা, থাইল্যান্ড থেকে ২ জন বালক, মালেশিয়া থেকে ২ জন বালক, কোরিয়া থেকে ৬ জন বালক, আমেরিকা থেকে একজজন বালিকা, হংকং থেকে ২ জন বালক, ফিলিপাইন থেকে একজন বালক ও একজন বালিকা, উজবেকিস্তান থেকে ২ জন বালক, একজন বালিকা, আইসল্যান্ড থেকে একজন বালিকা, ডমিনিকান রিপাবলিক থেকে একজন বালিকা এবং স্বাগতিক বাংলাদেশ থেকে ১৯ জন বালক ও ৭ জন বালিকা অংশগ্রহণ করবেন।তিনি আরও জানান, বালক ও বালিকা এককে ৪৮ জনের ড্রর মধ্য থেকে শীর্ষ আইটিএফ র্যাঙ্কধারী খেলোয়াড় সরাসরি মেইন ড্রতে খেলবেন। ৮ জন আসবেন কোয়ালিফাইং রাউন্ড থেকে এবং ৬ জন ওয়াইল্ড কার্ড পেয়ে। বালক ও বালিকাদের দ্বৈত ড্র হবে ৩২ এর। এর মধ্যে ২০টি দ্বৈত দল যাবে সরাসরি। ওয়াইল্ড কার্ড পেয়ে এবং কোয়ালিফাইং রাউন্ড হতে ৪টি দল যাবে। বাকি ৪ জন প্রতিদ্বন্দিতার মাধ্যমে তাদের ক্রম অনুযায়ী অংশগ্রহণ করবেন।
Advertisement