ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৫৩ জন নিহতের প্রেক্ষিতে হটলাইন চালু করেছে সেখানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।এতে উদ্ভূত পরিস্থিতিতে ফ্রান্সে অবস্থিত বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশে থাকা তাদের আত্মীয়-স্বজন দূতাবাসের সঙ্গে ফোনে সরাসরি যোগাযোগ করতে পারবেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-পরিচালক (মিডিয়া) মোহাম্মাদ কামরুজ্জামান ভুইয়ার বরাত দিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে। হটলাইনের জন্য যে টেলিফোন নম্বর দেওয়া হয়েছে তা হলো : +৩৩১৪৬৫১৯০৩৩।এ ছাড়া তথ্য জানার জন্য আরও দুটি নম্বরে যোগাযোগ করা যাবে বলে উল্লেখ করা হয়েছে। এ দুটি নম্বর হল- ১. টি এম রেজা- +৩৩৬৫১৩৬০২২২ এবং ২. +৩৩৬১৪৪৯৭০৯৫।এসকেডি/এমএস
Advertisement