ফিচার

আজকের এইদিনে : ১৫ নভেম্বর ২০১৫

১৮৫৬ খ্রিস্টাব্দের এই দিনে  প্রথম শবব্যবচ্ছেদকারী বাঙালী চিকিৎসক মধুসূদন গুপ্তের মৃত্যু।১৯১৬ খ্রিস্টাব্দের এই দিনে  নোবেলজয়ী পোলিশ ঔপন্যাসিক হেনরিক সিয়েনকিয়েভিচের মৃত্যু।১৯১৯ খ্রিস্টাব্দের এই দিনে  নোবেলজয়ী [১৯১৩] সুইস রসায়নবিদ আলফ্রেড ভের্নেররের মৃত্যু।১৯২৩ খ্রিস্টাব্দের এই দিনে  সাংবাদিক-সম্পাদক পাঁচ কড়ি বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু।১৬২১ খ্রিস্টাব্দের এই দিনে  উত্তর ভারতের কাংড়া দুর্গ মোগল সম্রাট জাহাঙ্গীরের দখলে আসে।১৭৯৫ খ্রিস্টাব্দের এই দিনে  লিয়েবে দিযেফের উদ্যোগে বাংলার প্রথম মঞ্চনাটক ছদ্মবেশী মঞ্চস্থ হয়।১৮৩০ খ্রিস্টাব্দের এই দিনে  প্রথম ভারতীয় হিসেবে রাজা রামমোহন রায় ইংল্যান্ড যাত্রা করেন।১৮৩৭ খ্রিস্টাব্দের এই দিনে  আইজাক পিটম্যানের শর্টহ্যান্ড পদ্ধতি প্রথম প্রকাশিত হয়।১৯০৪ খ্রিস্টাব্দের এই দিনে  জিলেট ব্লেড প্যাটেন্ট করেন সি জিলেট।১৯১৩ খ্রিস্টাব্দের এই দিনে  রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার লাভ।১৯৩২ খ্রিস্টাব্দের এই দিনে  ওয়াল্ট ডিজনি আর্ট স্কুল প্রতিষ্ঠিত হয়।১৯৩৫ খ্রিস্টাব্দের এই দিনে  ফিলিপিন কমনওয়েলথের উদ্বোধন হয়।১৯৮৮ খ্রিস্টাব্দের এই দিনে  পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা ঘোষণা দেন।২০০৩ খ্রিস্টাব্দের এই দিনে  অধ্যাপক মযহারুল ইসলামের মৃত্যু। এসইউ/এইচআর/এমএস

Advertisement