জাতীয়

করোনায় সুস্থতার হার ৮৯.২৮ শতাংশ

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৯১৭ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৬১ হাজার ৫১৫ জনে। আর শতাংশ বিবেচনায় মোট সুস্থ রোগী ৮৯ দশমিক ২৮ শতাংশ।

Advertisement

সোমবার (৪ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ১৮০টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৭০১টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৯৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩২ লাখ ৭২ হাজার ৪২৩টি।

একই সময়ে নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৯১০ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ৯২৯ জনে দাঁড়াল। মোট নমুনা পরীক্ষার হিসেবে সুস্থ রোগী ৮৯ দশমিক শূন্য ২৮ শতাংশ।

Advertisement

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা ৯১৭ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৬০৮ জন, চট্টগ্রামে ১২১ জন, রংপুরে ৪৯ জন, খুলনায় ১২ জন, বরিশালে ১৬ জন, রাজশাহীতে ৮৮ জন, সিলেটে ১৭ জন এবং ময়মনসিংহে ছয়জন রয়েছেন।

এমইউ/এমআরআর/এমকেএইচ