কুড়িগ্রামের রৌমারী সীমান্তে নুরুজ্জামান (২৬) নামের এক ভারতীয় চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
Advertisement
রোববার (৩ জানুয়ারি) দুপুরে বিওপির সীমান্ত ১০৫৭ নং পিলারের আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের উজান ঝগড়ারচর নামক স্থান থেকে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, চোরাকারবারি নুরুজ্জামান ধুবরী জেলার হাটশিংগীমারী থানার মানকারচর কানাইমারা গ্রামের মো. সুরত আলীর ছেলে। তাকে জিজ্ঞাসাবাদে জানা গেছে সে রোববার সকাল ৭টায় বাংলাদেশে প্রবেশ করেছে।
জামালপুর-৩৫ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করে রৌমারী থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।
Advertisement
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসির বিল্লাহ জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।
মো. মাসুদ রানা/এএইচ/এমকেএইচ