জাতীয়

করোনায় সুস্থতার হার ৮৯.২৬ শতাংশ

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৯৭৮ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬০ হাজার ৫৯৮ জন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় দেশের ১৮০টি ল্যাবরেটরিতে ১০ হাজার ৮৬৭টি নমুনা সংগ্রহ ও ১০ হাজার ৯২৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৩২ লাখ ৬০ হাজার ৩২৭টি। নমুনা পরীক্ষা ও রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ২৬ শতাংশ।

রোববার (৩ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা ৯৭৮ জন রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৬৮৬ জন, চট্টগ্রামে ১৭১ জন, রংপুরে ৯ জন, খুলনায় ৪৩ জন, বরিশালে ২০ জন, রাজশাহীতে ২৩ জন এবং সিলেটে ২৬ জন রয়েছে।

Advertisement

এমইউ/এআরএ/এমকেএইচ