রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৯৬৪ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৫৯ হাজার ৬২০ জনে।
Advertisement
গত ২৪ ঘণ্টায় দেশের ১৮০টি ল্যাবরেটরিতে নয় হাজার ৫০৯টি নমুনা সংগ্রহ ও নয় হাজার ৭০১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩২ লাখ ৪৯ হাজার ৬২০টি। এতে মোট শনাক্ত হয়েছেন ৫ লাখ ১৫ হাজার ১৮৪ জন। নমুনা পরীক্ষা ও রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ২১শতাংশ।
শনিবার (২ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা ৯৬৪ রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭২১ জন, চট্টগ্রামে ১৪৫ জন, রংপুরে ১০ জন, খুলনায় ২৮ জন, বরিশালে ১৪ জন, রাজশাহীতে ২৯ জন এবং সিলেটে ১৭ জন রয়েছেন।
Advertisement
এমইউ/এসজে/এমকেএইচ