আগামী ১০ জানুয়ারি (রোববার) থেকে শুরু বাংলাদেশ ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের আনুষ্ঠানিক প্রস্তুতি। সেলক্ষ্যে এরই মধ্যে দলের ফিজিও জুলিয়ান ক্যালেফেতো ও ট্রেনার নিকোলাস ট্রেভরলি দেশে চলে এসেছেন। দুই প্রোটিয়া কোচ রাসেল ডোমিঙ্গো, রায়ান কুক এবং ক্যারিবিয়ান ওটিস গিবসন আসবেন শুক্রবার (৮ জানুয়ারি)।
Advertisement
ব্যাটিং কোচ নিয়োগের কাজও চলছে জোরেশেরে। সাবেক ইংলিশ ক্রিকেটার জন লুইসের সঙ্গে আরেক দক্ষিণ আফ্রিকানের কথাও শোনা যাচ্ছে। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানালেন, খুব শীঘ্রই ব্যাটিং কোচ নিয়োগের কাজও শেষ হয়ে যাবে। মানে নতুন ব্যাটিং কোচ নিয়োগ দেয়া হবে।
তিনি কে? নেইল ম্যাকেঞ্জির জায়গায় কে হচ্ছেন পরবর্তী ব্যাটিং কোচ? প্রশ্ন শুনে আকরাম খানের জবাব, ‘আমরা অবস্থানগত কারণে নাম উল্লেখ করতে চাই না। কারণ যাদের সঙ্গে কথা হচ্ছে, তারা কোথাও না কোথাও এখন কাজ করছেন। তাই তাদের ব্যক্তিগত বিষয়টি মাথায় রেখেই নাম প্রকাশ করছি না আমরা।’
জাতীয় দল পরিচর্যা ও পরিচালনার দায়িত্বে থাকা ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান নতুন ও সম্ভাব্য ব্যাটিং কোচের নাম প্রকাশ না করলেও, তাদের দুজনার একজন ইংলিশ আর অন্যজন দক্ষিণ আফ্রিকান বলে জানিয়েছেন।
Advertisement
এদিকে ব্যাটিং কোচও যদি চূড়ান্ত হয়ে যায়, তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে স্পিন বোলিং কোচ ছাড়া বাকি সব স্পেশালিস্ট কোচই দলের সঙ্গে কাজ করবেন।
খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, ‘তাহলে স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরির কী হবে? তিনি কি আসবেন? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের সময় কি তার সার্ভিস পাবে টিম বাংলাদেশ? করোনার ভেতরে নিউজিল্যান্ড ছেড়ে ভেট্টোরি বাংলাদেশে আসবেন?’
এসব প্রশ্নের উত্তর হলো, নাহ! এখন আর আসছেন না ড্যানিয়েল ভেট্টোরি। ক্রিকেট অপস চেয়ারম্যান আকরাম খান আজ (শনিবার) রাতে জাগো নিউজকে জানিয়েছেন, ‘ড্যানিয়েল ভেট্টোরি আপাতত আসছেন না। আমরা তাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে হয়তো পাব না। তবে টিম বাংলাদেশের নিউজিল্যান্ড সফরে ভেট্টোরির সার্ভিস মিলবে।’
আকরাম খানের এমন মন্তব্যই বলে দিচ্ছে আপাতত বাংলাদেশে আসছেন না ভেট্টোরি। প্রস্তাবিত সূচি অনুযায়ী, আগামী মার্চে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের কথা রয়েছে। সে সিরিজেই সাকিব আল হাসান, তাইজুল ইসলামদের সঙ্গে কাজ করবেন ড্যানিয়েল ভেট্টোরি।
Advertisement
এআরবি/এসএএস/এমকেএইচ