প্রবাস

লেসোথোয় করোনায় বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু

দক্ষিণ আফ্রিকা বেষ্টিত দেশ লেসোথোয় হাসপাতালে দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশি চিকিৎসক রায়হান আহামেদ (৪০) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

Advertisement

শনিবার সকালে দেশটির মাসরুর কুইন সেফং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতের দেশের বাড়ি বরিশালে বলে জানা গেছে।

রায়হান দীর্ঘদিন ধরে লেসোথোর রাজধানী মাসরুর কুইন সেফং হাসপাতালের এক্স-রে ডিপার্টমেন্টে রেডিওলজিস্ট হিসেবে চাকরি করে আসছিলেন। সেখানে থেকেই করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

এ বাংলাদেশির অকাল মৃত্যুতে পরিবার ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

এমআরএম/এমকেএইচ