সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯টি প্রতিষ্ঠান তাদের সমাপ্ত অর্থবছরের (৩০ জুন ২০১৫) প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।প্রতিষ্ঠানগুলো হলো- মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, পদ্মা অয়েল কো., ইস্টার্ন লুব্রিকান্টস, তিতাস গ্যাস, আইসিবি, ঢাকা ডাইং অ্যান্ড মেনুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, এটলাস বাংলাদেশ, ফার্মা এইড এবং ওরিয়ন ইনফিউশন লি.।মেঘনা পেট্রোলিয়াম:মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড সমাপ্ত অর্থবছরের জন্য ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী বছরের ২০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের লালখান বাজারে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ ডিসেম্বর।পদ্মা ওয়েল:সমাপ্ত অর্থবছরের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী বছরের ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম পোর্টক্লাবে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ ডিসেম্বর।ইস্টার্ন লুব্রিকান্টস: কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী বছরের ১৬ জানুয়ারি সকাল ১১টায় চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর। তিতাস গ্যাস: বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ ডিসেম্বর সকাল ১১টায় ঢাকার অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।আইসিবি:রাষ্ট্রয়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) সমাপ্ত অর্থবছরের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর সকাল ১০টায় হোটেল পূর্বানীতে অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ নভেম্বর।ঢাকা ডাইং:দি ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর দুপুর ১২টায় এবং রাইটের বিষয়ে বিশেষ সাধারণ সভা (ইজিএম) দুপুর সাড়ে ১২টায় টঙ্গীর ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ নভেম্বর।এটলাস বাংলাদেশ:এটলাস বাংলাদেশ লিমিটেড সমাপ্ত অর্থবছরের জন্য ১০ নগদ ও ১০ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর সকাল ১১টায় ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ নভেম্বর।ফার্মা এইডস:ফার্মা এইডস লিমিটেড সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর সকাল ১১টায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩ ডিসেম্বর।ওরিয়ন ইনফিউশন:ওরিয়ন ইনফিউশন লিমিটেড নগদ ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় রাজধানীর বেইলি রোডস্থ অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে। আর এর জন্যে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ নভেম্বর।এসআই/একে/আরআইপি
Advertisement