দেশজুড়ে

সাড়ে ৩ মাস পর হিলি বন্দর দিয়ে এলো ভারতের পেঁয়াজ

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রায় তিন মাস বন্ধের পর ভারত থেকে পেঁয়াজ এসেছে।

Advertisement

শনিবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় ভারত থেকে একটি পেঁয়াজবোঝাই ট্রাক দেশে আসার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হল।

হিলি স্থলবন্দর আমদানি রফতানি গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, শনিবার দেশে ভারতীয় পেঁয়াজের প্রথম চালান এসেছে। দীর্ঘদিন ধরে ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ রেখেছিল। তারা ২৮ ডিসেম্বর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। বাজারে ভারতীয় পেঁয়াজের সরবরাহ হলে কেজি প্রতি দাম ২২-২৫ টাকা কমে আসবে বলে জানান তিনি।

শনিবার যে পেঁয়াজের ট্রাকটি দেশে আসেছে সেটিতে আনুমানিক ১৫ মেট্রিক টন পেঁয়াজ রয়েছে।

Advertisement

উল্লেখ, গেল বছরের ১৪ সেপ্টেম্বর কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ভারত সরকার হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। ফলে দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায়।

এমদাদুল হক মিলন/এসএমএম/এমকেএইচ