দেশজুড়ে

ছাঁটাইয়ের প্রতিবাদে চিনিকলে বিক্ষোভ, এমডি অবরুদ্ধ

গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে অবস্থিত রংপুর চিনিকলে আখমাড়াই বন্ধ ও শ্রমিক ছাঁটায়ের প্রতিবাদে ব্যবস্থাপনা পরিচালককে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

Advertisement

শনিবার (২ জানুয়ারি) সকাল থেকেই শ্রমিকরা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের অফিসের সামনে জমায়েত হয়ে তাকে ২ ঘণ্টা অবরুদ্ধ রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

শ্রমিক নেতাদের অভিযোগ- অমানবিকভাবে চিনিকলে কর্মরত ৯০ জনকে বিনা নোটিশে ছাঁটাই করেছে প্রশাসন।

২০ ডিসেম্বর সংবাদপত্রে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়- আখমাড়াই বন্ধ থাকলেও কোনো শ্রমিককে ছাঁটাই করা হবে না। কিন্ত চিনিশিল্প সংস্থা শ্রমিকদের সাথে প্রতারণা করে। গত ৩১ ডিসেম্বর থেকে কাজ নেই, মজুরি নেই ভিত্তিতে ৯০ জনেকে ছাঁটাই করা হয়।

Advertisement

অবিলম্বে ছাঁটাইকৃত শ্রমিকদের পুনরায় চাকরিতে বহাল এবং আখমাড়াই চালু করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা।

জাহিদ খন্দকার/এসএমএম/এমএস